দীর্ঘ এক বছরের বিরতি ভেঙে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছবির নাম ‘নীল চোখ’। এ সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। আর এ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন দুই নায়ক তারা হলেন নিরব ও রোশান।
নতুন সিনেমা প্রসঙ্গে আসিফ ইকবাল জুয়েল বলেন, সোমবার রাতে বুবলী ও নিরব আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে রোশানকে আজ না। অন্যদিক চুক্তিবদ্ধ হবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষে দিকে শুটিং শুরু করবো আমার।
বিষয়টি নিশ্চিত হতে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ’বুবলী নিশ্চিত। আজই তাকে আনুষ্ঠানিক চুক্তি করানো হয়েছে। এটা জুয়ের নির্মাণ করবে। এ ছাড়াও মঙ্গলবার আমার প্রযোজনা সংস্থা বছরে একশ’ ছবি নির্মাণের ঘোষণা দেবে। ‘ নিরবের সঙ্গে বুবলী ক্যাসিনো ছবিতে অভিনয় করলেও রোশান তার নতুন অভিতজ্ঞতা।
Development by: bdhostweb.com