চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের নির্বাচনী এলাকা, আসন্ন নাচোল পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের রাজনীতিতে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আ’লীগ নেতা,একাবিংশ শতাব্দীর তারুণ্যের প্রতীক রয়েল বিশ্বাস।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতা এখানো চাপাইনবাবগঞ্জ,রাজশাহী শহরে বসবাস করে ব্যক্তিগত কাজ ছাড়া তেমন নিয়মিত এলাকায় যাতায়াত করেন না নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখারও প্রয়োজন মনে করেন না।অথচ ব্যতিক্রম রয়েল বিশ্বাস। তিনি এখানো নিজ বাড়িতে বসবাস করেন ও নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন। তিনি এক টানা প্রায় ১৬ বছর ধরে আ’লীগের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে চলেছেন। অবৈধ সম্পদ অর্জনের অনেক সুযোগ-সুবিধা থাকলেও তাঁর অর্থলিপসা না থাকায় তিনি সেই পথে পা বাড়াননি।এমনকি তার পরেরাজনীতিতে এসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক হাইব্রিড নেতা কোটি কোটি টাকার সম্পদ আহরণ করেছেন। এ প্রসঙ্গে রয়েল বিশ্বাস জানান,তিনি তার দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে রাজনীতি করেন। তিনি বলেন, অবৈধ পথে বিত্তশীল হয়ে নয়, সাধারণ মানুষের কাজ করে সাধারণ মানুষের মাঝেই তিনি বেঁচে থাকতে চান সেই প্রত্যয় ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেই তিনি এখানো রাজনীতি করে চলেছেন।আর বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রুপ দিতে আসন্ন উপজেলা নাচোল পৌর নির্বাচনে মেয়র পদে অংশ গ্রহনের ঘোষণা দেন তিনি। আর এতে করে এই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে আ’লীগের এই তরুন নেতাকে নিয়ে।এ ঘোষণার পর স্থানীয় আ’লীগের তৃনমূলের নেতা-কর্মীসহ নাচোল পৌরবাসী যেন প্রাণ ফিরে পেয়েছেন। দলীয় পদ সহ শিক্ষা ও সামাজিক বিষয়েও সুনামের সহিত দায়িত্ব পালন করে অর্জন করেছেন পৌরবাসীর আস্থা ও বিশ্বাস।চাপাইনবাবগঞ্জ নাচোলের রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত নাম রয়েল বিশ্বাস। দলমত নির্বিশেষে সবার কাছে তিনি ‘একজন বিশ্বাসী এবং নিতীবান নেতা। নাচোলের আ’লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখন তাকেই তাদের প্রতিনিধি মনে করেন এবং তাদের যে কোনো সমস্যায় ছুটে আসেন তাঁর কাছেই।এলাকা ঘুরে জানা যায়, নাচোল এলাকায় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের মধ্যে রয়েল বিশ্বাসের আকাশচুম্বি জনপ্রিয়তা রয়েছে।
কেননা,আ’লীগের উদিয়মান এই তরুন নেতা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে থেকেছেন সামনের সারিতে দিয়েছেন সফল নেতৃত্ব।দল ও জনগণের অধিকার রক্ষার তিনি একজন নিবেদিতপ্রাণ, কর্মী, জনবান্ধব, পরীক্ষিত ও লড়াকু সৈনিক। তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে থেকে এখনও চালিয়ে যাচ্ছেন সংগ্রাম। এই সংগ্রাম রাজনীতিতে গুণগত নাচোল পৌরসভার পরিবর্তন সূচনার সংগ্রাম। তিনি আওয়ামী লীগকে অর্থ নয় মেধার কাছে জিম্মি রাখতে চান।রয়েল বিশ্বাস গণতান্ত্রিক সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের উন্নয়ন নাচোল পৌরবাসীর মাঝে ছড়াতে চান। এ প্রসঙ্গে রয়েল বিশ্বাস বলেন,আমি খুব কাছে থেকে নাচোল পৌরবাসীর দুঃখ,কষ্ট,দূর্দশা অনুধাবন করেছি। উন্নয়ন বঞ্চিত জনসাধারণ আগামী পৌর নির্বাচনে নিতীর পরিবর্তন চান,পরিবর্তন চান জনপ্রতিনিধির।আমার ব্যাকগ্রাউন্ড,আদর্শ সকল দিক বিবেচনা করে নাচোল পৌরবাসী আমাকে পৌর নির্বাচনে মেয়র পদে দেখতে ব্যাপক জনসমর্থন দেখিয়েছেন।তথা দলীয় হাইকমান্ড যদি পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রদান করেন তবে পৌরবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলেও আশাবাদব্যাক্ত করেন তিনি।
Development by: bdhostweb.com